কালো বরনী তুই মা শ্যামা ,
এলোকেশী উলঙ্গ বামা ।
লজ্জা শরম নেই কি তোর মা ?
শিবের বুকে পা দিয়ে জীভ কেড়ে রইলে বামা ।
                                  
                          জিহ্বা লকলক ভীষণ দশনা ,
                         মুন্ডমালা গলে দোলে যে মা ।
                          তোর করে অসি মুন্ড মালা ,
                            দিলি নরকর কোটি বেড়া ।
মা হয়ে সন্তানকে কেন মা ,
ভুলে রইলি ওমা শ্যামা ।
স্বামীর বুকে পাদিয়ে মা ,
তাথৈ রঙ্গে নাচিস বামা ।
                              জবাপুষ্প বিল্বদলে ,
                             পূজিবো তোর চরণকমলে।
                           আমায় রাখিস মা পদতলে ,  
                              চরণ ছাড়া করিসনে মা ।
তুই মা পাষানের মেয়ে ,
রইলি মা পাষাণী হয়ে ,
নেই কি দয়া তোর হৃদয়ে ,
মাকি ভুলে থাকে পোয়ে ?
                              তোর ঘর বাড়ী ভূষণ ,
                              নেই কি তোর কোনবসন?
                               শশ্মানে মশানে বেড়াস  ,
                               ভয়ঙ্করী রূপ মা দেখাস ।
                   *************
সকাল - ৯ :১০ মিনিট ।
০৮ / ১১ /২০২০ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।