চলে রাধা বিনোদিনী ,
আছে যেথা নীলমণি ।
ঘরে শ্বাশুড়ী ননদিনী ,
অভিসারে চলে ধ্বনী ।


চলে রাই অভিসারে ,
নূপুর তুমি বেজোনারে,
বাঁশী সদা ডাকে মোরে ,
নীল যমুনার তীরে ।


হৃদয়ে সদা চক্রপানি ,
নয়ন বারিতে ভাসি আমি ।
কখন দেখবো নীলমণি ,
লোকে বলে আমায় কলঙ্কিনী ।


ফেলি কলসীর বারি ,
কাঙ্খে লইয়ে গাগরী ,
অভিসারে চলে ধিরি ,
যেথা আছে বংশীধারি ।


গিরিধারি যথা যমুনা তীরে ,
চন্দ্রবদনী চলে ধীরে ধীরে ।
চলে শ্যামসোহাগিনী অভিসারে ,
রাধারে ডাকিছে কানু বাঁশীরসুরে ।