সিংহ মশায় ,সিংহ মশায়, মাংস কেন খাও ?
প্রাণী হত্যা করে বল কি সুখ তুমি পাও ?
আর কি কোন পাওনা খাবার ? বনের রাজা তুমি ,
ফল ,মূল ,কত খাবার আছে বনেই জমি !
সিংহ মশায় ,সিংহ মশায় ,হিংসা ভুলে যাও ,
রক্ত ,মাংস ,ছেড়ে তুমি ফল ,মূল ,খাও !
বনের রাজা সিংহ মশায় , হিংসা তুমি ভোল ,
লোভ ,হিংসা ,ছেড়ে তুমি ধর্ম পথে চলো !
দশভূজার পায়ের তলায় থাক তুমি সদাই ,
পুজা পাও ,প্রসাদ পাও ,তবু হিংসা ভুল নাই !
বছর বছর আস তুমি ,মা'য়ের সাথে ,মর্ত ভূমেতে ,
পিঠে চড়িয়ে মা'কে ,এই বিশ্ব ধামেতে !
মা এর সাথে তুমি ও কিন্তু পূজা  ,অর্ঘ্য পাও ,
তাই বলি , সিংহ মশায় ; হিংসা ভুলে যাও !
মা এর সাথে থেকেও তোমার স্বভাব তো গেলনা ,
দয়া ,ধর্ম,ভালোবাসা , এটাও শিখলে না ?
সিংহবাহিনী মা 'যে ,দয়া সবার উপরে ,
তাঁর বাহন হয়ে কেন ,দয়া নেই ওরে ?


          **********
বিকেল - ৫:১২ মি: , রবিবার
২৩.০৪.২০১৭ , কলকাতা