অবোধ প্রতিনিধি নির্বাচন করে জনগনে,
তাদের বসায় গনতন্ত্রের শাসক আসনে।
জানে ভোজন না জানে ভাষণ বোঝে না মানে ,
মোসাহেবরা যা যা বলে তাই উদ্গীরণ করে ভাষণে ।
ধ্বংসের কাঠগড়ায় দেশ দাঁড়িয়ে এবার ,
ঠকবাজ জচ্চোরে ভরে দেশ করে জেরবার ।
কি করে কিভাবে আসবে এদেশের নিস্তার ,
সেই ভেবে ভেবে কুল কিনারা না পায় তার ।
মানুষ সর্বদাই মানুষের পাশে মানুষের জন্যে ,
নইলে মানুষ থাকতো বনে জঙ্গলে অরন্যে ।
জাতি ধর্ম গরীব বড়লোক সবই অতি নগণ্য ,
মানুষ তাহলে হতোনা মানুষ হতো জংলী বন্য ।
মানুষ যদিনা থাকে বিপদে মানুষের পাশে ,
তাহলে সে নয়তো মানুষ সেকি মুখ দেয় ঘাসে ?
মানুষের ভেতরেই খোঁজ মানুষ অনেক আছে ,
অন্তরে তাদের কর্তব্য সততা দয়া মায়া বিরাজে ।
সমস্ত মানুষেই যদি হতো বিবেক কর্তব্য পরায়ন ,
সারা বিশ্ব হয়ে যেতো তখন আনন্দ নিকেতন ।
কেউ হতো না কোন কিছুতেই বঞ্চিত কখন ,
"মানুষ মানুষের জন্য" এই শ্লোগান হতো তখন ।
***********
বিকেল - ৩ : ০০ টা ।
০৫/০৯/২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।