স্মৃতি তুমি  স্মৃতি হয়ে  ভাস স্মৃতি পটে ,
স্মৃতি  সুখে ভাসি কখন কখনো মগ্ন কষ্টে ।
স্মৃতি তুমি স্মৃতি পটে রচ এক বিরাট ইতিহাস ,
কখনো মাতা পিতা সবার সাথে সুখে করি বাস ।
কখনো শৈশব কালের স্মৃতি ভাসে শিশু হয়ে ,
কখনো কৈশরকাল জাগে বুকে স্কুল ছুট বিদ্যালয়ে ।
কখনো বা যৌবনকাল ভাসাও প্রেম আলাপনে ,
কখনো কমর্মূখর দিনগুলি বন্ধু বান্ধব আত্মীয়র সনে ।
কর্মক্লান্ত শরীরে বাড়ী ফেরা সেই বৈকাল বেলা ,
স্ত্রী পুত্র সন্তান সহ মাতা পিতার সাথে কথা বলা ।
স্মৃতি তুমি শুধুই স্মৃতি নাকি সুন্দরী বৈচিত্রময়ী স্মৃতি ,
নাকি আবার হারিয়ে যাওয়া দিনগুলির সুখময় গীতি ।
স্মৃতি তুমি কত রূপে কত ভাবে ধরা দাও স্মৃতির পাতায়  ,
কখনো দুঃখের স্মৃতি  কখনো বা অতীত স্মৃতি মনের খাতায় ।
কখনো হাস্যময়ী কখনো লাস্যময়ী বৈচিত্ররূপিনী  ,
কখনো অশ্রুজলে ভাস কখনো সোহাগেভরা প্রেমময়ী  কামিনী  ।
স্মৃতিপটে আঁকা তুমি স্মৃতিপটে আঁকা হয়েই থাক ,
কখনো  দুঃখেভেজা দিন কখনো সুখের স্বর্গ গড়ে রাখো ।
স্মৃতি তুমি স্মৃতি পটএ  ভাস স্মৃতি হয়ে ,
কত সুখ ,গ্লানি ,ব্যথা দাও রয়ে রয়ে ।


      ******************
দুপুর - ১ :১২ মিনিট !
২৫ /০৩ /২২ শুক্রবার !
রবীন্দ্রনগর  = মেদিনীপুর !