ছোট বড় স্মৃতি আর ছোট বড় কথা ,
ছোট বড় কত স্মৃতি মনে আছে গাঁথা ।
সুহৃদ  সোহাগ ভরা  আত্মীয় স্বজন ,
কত স্মৃতি রেখে  গেছে জনমের মতন  ।
কবে তারা এসেছিল চলে গেছে কবে ,
ছোট ছোট ভালোবাসার স্মৃতি রেখে যবে ।
ভুলে যাই মনে করি তবু ভোলা নাহি যায় ,
মনের মাঝে কত স্মৃতি উঁকি দিয়ে যায় ।
ভোলা নাহি যায় প্রিয়জনের সোহাগ আদর ,
অতীতদিনের স্মৃতি জাগে মন ব্যাথায় কাতর ।
মনে মনে চুপিসারে শোনা যায় সেই পদধ্বনী ,
মনে জাগে ভালোথাক জেগে থাক আশীর্বাদ বানী ।
নিজহাতে গড়া গৃহ বাড়ী আসবাব পড়ে আছে তাই ,
আছে সব কিছু আগের মত শুধু তারাই আজ নাই ।
স্নেহ  মাখা নাম ধরে ডাকেনা আর কেহ ,
মনে শুধু জেগে রয় আদরমাখা ভালোবাসা স্নেহ ।
আদরে জড়িয়ে বুকে সোহাগ চুমু দিয়ে ,
এই ক'টা খাবার তো নেনা বাবা খেয়ে  !
এইরূপ ছোট বড় কত স্মৃতি মনে জাগে হায় ,
আগের মতো সবই আছে পড়ে তারাই শুধু নাই ।


*****************************
বিকাল - ৪ :৪২ মিনিট ।
২২ /১০ /২১ শুক্রবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।