স্বপনে শিয়রে আসি -
মোর শয্যা 'পরে  বসি ,
মুখে স্নেহ মাখা হাসি -
কপোলে দিলে চুম্বন রাশি ।
            
              রেখে মোর মাথে হাত
               বলিলে বাছা মোর ,
               বড় ক্লান্ত ,  দিনরাত ,
                ঘুমো দেখি এইবার ।


ভাবনা তোর কিসের আর ,
আমি আছি তোর সাথ ,
যে যতোই সাধুক বাদ -
কিছু করার নেই তার ।
                  
                 ছায়ার মত আমি তোর সাথে -
        আশীর্বাদের হাতখানি মোর আছে তোরমাথে, ,             যেথা যাবিরে তুই হোবি জয়ী -
              বিপদে ভবার্নবে তিনিই কান্ডারী ।


ওরে মোর বাছাধন
তুই মোর মানিক রতন ,
দেখিলে মন্দ  তোরে
থাকিতে কি পারি দূরে ?
                    
                শিয়রে আয়াশে ঘুমে ,
                স্নেহময়ী কপোলে চুমে ,
                সুখ নিদ্রায় বিভোর আমি ,
                শয্যা 'পরে মোর গর্ভধারিণী ।


সুখনিদ্রা  ভেঙে দেখি
কেউই নেই আমি একাকী ,
কোথা মোর স্নেহময়ী জননী ,
মোর সুখ স্বপ্নের সৌদামিনী ?


         😳😳😳😳😳😳😳😳😳


সকাল - ৯:৪০ মিনিট ।
৩০/১১/২০১৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।