সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় ,
চির শাশ্বত যাহা ,নাহিকো উপায় !
ইচ্ছা হয় সুন্দর ধরাপরে রব চিরদিন ,
তবু চলে যেতে হবে ,আয়ুকাল ফুরাবে যেদিন !
ভাললাগে পৃথিবীর লতা ,পাতা ,ফুল,ফল ,
মেঠো রাস্তা ,নদী ,নালা ,কাদা ,মাটি ,জল !
ভাললাগে খাল,বিল ,নদী ,নালা ,অরন্য সম্পদ ,
জনপথ ,গিরিপথ, গুহা,বন,আর রাজপথ !
মনে পড়ে সঙ্গীসাথে ,,শৈশবেতে নদীজলে নাওয়া !
সকাল বেলা পান্তা খেয়ে ইস্কুলে যাওয়া !
ছুটি হলে ইস্কুল থেকে ফিরে বাতায়ন পাশে ,
বাগানেতে ছুটে যাই -আম ,জাম কুড়ানোর আশে !
মনে পড়ে জননীর সেই হাসি মাখা মুখ ,
ভাই ,বোনের ভালবাসা ,পিতার সেই স্নেহভরা ,শান্তি ভরা বুক !
প্রতিবেশিদের সাথে চড়ূইভাতিতে যাওয়া ,
নদীর তীরে ,বনের ভিতর ,পাতাতে ভাত খাওয়া !
মনে পড়ে বর্ষার জলে ভিজে ,মাঠে ধান রোয় ,
ষীরা সবে ধান রুয়ে ঘরে ফিরে ,সন্ধ্যা হয় হয় !
মনে পড়ে সন্ধ্যা বেলা আঘড়া ঘরে ঝুমুরের গান ,
ঝুমুরের  তালে তালে ,মেঠো বাঁশরীর সুরে তুলে তান !
ব্যাধ-বেদেনির দল বাঁদর , ভল্লুক ,নাচাত  গ্রামে গ্রামে ,
সাপুড়ে খেলাত সাপ ,মা মনসার নামে !
মনে পড়ে আশ্বিনেতে দূর্গা পূজার ধূমধাম ,
সপ্তমী ,অষ্টমী ,নবমীর পূজা আর বিজয়ার প্রণাম !
কত যে আনন্দ হোত কালী পূজার রাতে ,
রাত্রেতে বাতি জ্বালা ,ভাইয়ের কপালে ফোঁটা ভতৃদ্বিতীয়াতে !
ঊষাতে মঙ্গল আরতী আর প্রভাতীর গান ,
মনে পড়ে জেগে উঠা,শুনে পাখিদের  কলতান !
শ্রী পঞ্চমীতে স্কুলে যাওয়া সেজে গুজে অঞ্জলীর তরে ,
ফুল,বেলপাতা ,মালা হাতে স্কুলের ভিতরে  !
মনে পড়ে শৈশবেতে পিঠে-পুলি আর পৌষ পার্বন ,
ফাল্গুনে হোলি খেলা ,চৈত্র মাসে চড়কের  গাজন !
কৈশর আসে শৈশব চলে যায় ,যৌবনের হয় পদার্পন ,
তবু ভাললাগে নাকো ,মনে পড়ে শৈশব যখন !


           ************
দুপূর -১:৩০ মিঃ ,কলকাতা ,
২৬ / ০৭ /২০১২ ,বৃহস্পতিবার !