এই বাংলার মাটিতে মাগো জন্মি যেন আবার ,
এই বাংলার মাটিতে যেন ফিরে আসি বার বার ।


মাগো তোমার কোলে জন্ম আমার কাদা মাটি জলে ,
তোমার কোলে জীবন গড়ি ফলে ও  ফসলে ।


তোমার 'পরে খেলে বেড়ায় দামাল ছেলের দল ,
তোমায় স্বাধীন রাখতে মোরা বাহুতে ধরেছি বল ।


তোমার 'পরে বাঁচি মরি ,তোমার খেয়ে জীবন গড়ি ,
সোনার দেশ বাংলা আমার ,গর্বে বুক উঠে ভরি ।


মাগো এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি ,
ধাত্রী আমার ,জননী আমার ,  আমার স্বর্গপুরী  ।


শস্য শ্যামলা জননী আমার ,আমার বাংলা দেশ,
জীবনানন্দের রূপসী বাংলা ,রূপের তোমার নেইতো  শেষ ।


শাল ,পিয়াল ,তাল ,তমাল আর আমলকীর ডালে ,
দোয়েল ,কোয়েল ,পাখীর গানে হৃদয় উঠে দোলে ।


সবুজে সবুজে ঘেরা বনানী শ্যামলীমায় ,
সাদা বকের সারি উড়ে নীল নীলিমায় ।


গাঙ চিলের দল উড়ে আকাশে সীমানায়,
বৌ কথা কও পাখী গাছের ফাঁকে  গায় ।


সোনার বাংলা  মাগো ,তোমার রূপের তুলনা নেই ,
তোমার 'পরে এমন শান্তি আরতো কোথাও নাই ।


আমার বাংলা ,রূপসী বাংলা ,জননী  বঙ্গভূমি ,
তোমার 'পরে জন্মে যে গো ধন্য হয়েছি আমি ।


        ******************


বেলা --১২:১০ মিনিট ,
০৫/০২/২০১৯ মঙ্গলবার ।
কেরাণীটোলা =মেদিনীপুর ।