প্রভাবে উদয় ভানু পুলকিত মন,
দিনমনি অস্তাচলে আঁধার গগন।
বেলাভূমি রেঙে উঠে রক্তিম আভায়,
শঙ্কিত ডানা  মেলে উড়িয়া বেড়ায় ।
ধীবরেরা দরিয়ায় ডিঙি বেয়ে চলে,
জাল ফেলে ধরে মাছ আনন্দে কল্লোলে ।
শশধর খেলা করে সাগরের জলে,
ঝাউ বাগানের বনে সমীরণ খেলে ।
প্রকূতির কত খেলা চলে অবিরাম,
স্রষ্টার সৃষ্টির খেলার নাইকো বিরাম ।

স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন তাঁরই সৃষ্টি,
তিনিই রক্ষণ করেন যথায় তাঁর কৃষ্টি।
স্রষ্টার ইঙ্গিতে সদাই ত্রিভুবনে দৃষ্টি ,
জগতের পতি তিনি করেন যত সৃষ্টি।
সৎ অসৎ জ্ঞানী গুনী  জগৎ সংসার,
পুণ্যভূমি সেথায় যেথায় সুআচার  ।
শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সদ্ব্যবহার,
সৎ মতি মিষ্টভাষ সৎ গুনের আধার।
গুরুজনে শ্রদ্ধা ভক্তি মুখে মিষ্টভাষ,
সেথায় স্রষ্টার সুদৃষ্টি তাঁহার বসবাস।
       *********
রাত্রি - ৮ : ৫৪ মিনিট !
৩০ /০৭ /২৪ মঙ্গলবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !