এসো মাগো বাগদেবী শ্বেতবসনা  ,
শ্বেতবীণা ধরো মাগো শ্বেত ভূষণা ।
শ্বেত কুসুমে চন্দনে তুমি মা পূজিতা ,
শ্বেত শতদলে সাজাই তোমাকে সারদা ।
তোমারে বন্দনা গীতি গাহে জগৎময় ,
তোমার আশীষে  কালিদাস পন্ডিত হয় ।
শ্বেত বরনা তুমি মাগো শ্বেত বীণাপানি ,
শ্বেত হংসারূঢ়া মাগো তুমি হংসবাহিনী ।
শ্বেত সরস্বতী তুমি শ্বেতবস্ত্র পরিধানা ,
শ্বেতাক্ষসূত্রহস্তাচ শ্বেতগন্ধানুলেপনা ।
ব্রহ্মার তনয়া তোমায় করে সবাই অর্চনা ,
বিদ্যাদান কর তাই জগৎ করে আরাধনা ।
শ্বেত চন্দনে পুষ্পে তুমি যে গো পূজিতা ,
সঙ্গীত বিদ্যার দেবী তুমি জগৎ আরাধিতা ।
মাঘী শুক্লা পঞ্চমী তিথি তোমায় পূজে সর্বজন ,
তোমার বন্দনা আরাধনা গীতে মূখর এ ভূবন ।
শ্বেত চন্দনে পুষ্পে পুজি  তোমায় জননী ,
দয়া করে এসো মাগো ত্বরায় ত্বরাও এধরণী !


      *********************
বেলা -৯ :৩০ মিনিট !
০৫ /০২ /২২ শনিবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !