সৃষ্টি সুখের উল্লাসে ,
হৃদয় নাচে উচ্ছ্বাসে ।

প্রান্তরে ঐ ধরা হাসে ,
শ্যামলা সবুজ ঘাসে ঘাসে ।

নটী তটিনীর কুলে কুলে ,
রোদ সোনা রোদ যায় খেলে  ।

গাঙ চিলেরা দলে দলে ,
উড়ছে আকাশের নীলে ।

সবুজ ক্ষেতের প্রান্তরে ,
সোঁঁদা গন্ধে মন ভরে ।

সবুজ ধানের মাঠ 'পরে ,
রোদের সোনা ঝরে পড়ে ।

ঐ ঝিলের অথৈ জলে ,
শাপলা শালুক যায় খেলে ।

ফুল ফোটে মোর প্রাঙ্গনে ,
মধুপেরা গায় মৌ বনে ।

কুহু কোকিলার তানে গানে ,
মন ছুটে ধায় তার পানে ।

মন ছুটে যায় গান শুনে ,
শাল পিয়ালের ঘন বনে ।

তাই সৃষ্টি সুখের উল্লাসে ,
নীল নীলিমায় চাঁদ হাসে  ।
ঐ সৃষ্টি সুখের উল্লাসে  ।

****************
বিকাল -৩:১০ মিনিট ।
২৮ /০২ /২০২০ শুক্রবার  ।
কেরানিটোলা = মেদিনীপুর  ।