সৃষ্টি সুখের উচ্ছ্বাসে কে আসে ঐ উল্লাসে  ,
                     মোর মন হাসে ঐ মন ভাসে -
                     মোর  প্রাণ হাসে মোর চোখ হাসে ,
                                   কোন সুখের ঐ উচ্ছ্বাসে ।


সৃষ্টি সুখের উচ্ছ্বাসে
         মোর মন ছুটে যায় কোন দেশে ,
                        মোর প্রাণ ভাসে ঐ নীলাকাশে,
                              ঐ সৃষ্টি সুখের উচ্ছ্বাসে  ।


ঐসৃষ্টি সুখের উচ্ছ্বাসে  ,
          নীল সাগরে ঢেউ মিশে  ,
                 ঐ মোহনায়  নদীর সঙ্গে সে ,
                              সৃষ্টি সুখের উচ্ছ্বাসে  ।


সৃষ্টি সুখের  উচ্ছ্বাসে ,
           মোর মন ভাসে ঐ বাতাসে ,
                     মোর চন্দ্রালোকে চোখ হাসে ,
                                 ঐ সৃষ্টি সুখের উচ্ছ্বাসে ।


সৃষ্টি সুখের উচ্ছ্বাসে ,
        ঐ বনবিথীকায় ফুল হাসে ,
               ঐমন মাতানো কোন শীষে ,
                            দেখো সৃষ্টি সুখের উচ্ছ্বাসে ।


সৃষ্টি সুখের উচ্ছ্বাসে -
          দোয়েল কোয়েল দেয় শীষে ,
                         হংসমিথুন ঐ ভাসে ,
                               বসন্তের ঐ ফুলবনে ,
                                     সৃষ্টি সুখের সন্ধানে ।


ঐ মধুকরে খোঁজে অলি ,
             মাধবী মালতী সনে কোলাকুলি ,
                                মন খোঁজে মধুমিতালী ,
                                  সৃষ্টি সুখে ওঠে উথলি ।
বন বিথীকার ঐ উচ্ছ্বাসে ,
                  মোর প্রাণ হাসে ,
                            মোর  দিল হাসে ,
                                 ঐ সৃষ্টি সুখের উচ্ছ্বাসে ।
      
           *****************
সকাল - ৮:০০ টা।
১২ / ০৪ /২১ সোমবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।