ওলো ! ওলো ! সই !
           সুখের কথা কই ,
সুখ পাখিটা উড়ে গেল -
          কোথায় জীবন থুই ।


জীবনের এক নাম সুখ -
          সুখের এক নাম পাখি ,
সুখ বিনে সে রয়না ঘরে -
             উড়ে গিয়ে দেয় ফাঁকি ।


হৃদয়ের বন্ধ কারাগারে -
            যতই বন্দী কর তারে ,
সে বন্দী জীবন সইতে নারে -
             সুযোগ পেলে যায় সে উড়ে ।


কালো ভ্রমর না দেয়  ধরা -
           কেবলই করে মস্করা ,
করলে তার আরাধনা -
           তবেই সে দেয় যে ধরা ।


নিধুবনে যেমন কালা -
           গলে দিয়ে বনমালা ,
কালী রূপ দেখে জটিলা , কুটিলা -
             বিনোদিনীর ঘুচে  মনের জ্বালা ।


    
                **********
দুপুর - ১২:২৫ মিনিট
৩১ /০৫/২০১৮বৃহস্পতিবার ।
           ডেবরা ।