জনমে ,মরনে ,প্রভু থেকো তুমি সাথে,
কেটে যায় সময় ,ডাকার মত ডাকার  সময় নেই হাতে !
                     কষ্ট দাও ,দুঃখ দাও , দাও বহিবারে শক্তি ,
                      ভক্তি দাও, শান্তি দাও , দাও ওগো মুক্তি !
মনে মোর জোর নেই ,নেইকো সাহস ,
বল নেই ,ভরসা নেই  ,নেই দেহ বস !
                         অস্হির মন মোর নাহি রহে স্হির ,
                         কি করি ,কোথা যাই ,হই শুধু অস্থির !
এ অসুস্হ  দেহ নিয়ে পাড়ি দেব ভারতে ,
জানিনা কি ভাবে আমি পৌঁছব কি মতে !
                          বুক করে দুরু দুরু ,ভয়ে আমি হই ভীরু ,
                          কিভাবে যাইব আমি , কি করে করি পথ সুরু !
পরম পতি মোর ,বলে পতি দেবতা ,
সুখের সন্ধানে চলে ,শুধু আছে স্বার্থপরতা !
                         আহার ,বিহার ,বসন ,ব্যাসন ,নিয়ে আছে ,
                        কার কিবা হল তাতে তার কিছু না যায় আসে !
বিলাসিতা ,ভাল ভাল খাবার মনোমত ,
কাজ কর্ম না করিলে বড় আনন্দিত  !
                          আত্ম সম্মানের তার না আছে বালাই ,
                           সদা সর্বদা শুধু খাই ,ঘুমাই ,বেড়াই !
স্বার্থপর ,লোভী ,মনুষ্য সাথে বাস ,
জিয়ন্তে মৃত যেন, যেন নরক বাস !
                             চাইনা প্রভু আমি এ সুখ স্বর্গবাস ,
                              তব পদে দাও ঠাঁই ,এই টুকু মনে আশ !


                      *************
বেলা -১০ঃ ১০মিনিট ,
১০/০৯/২০১৮ সোমবার ,
অলটেন-সুইজারল্যান্ড !