সুখের আশ ,পরবাস,
পোড়ে কপাল ,করে পরিহাস ,
ছাড় যদি সুখের আশ ,
পাবে শান্তি ,পবিত্র বাস ।


যদি হও  পরিশ্রমী ,
শান্তি মনে পাবে তুমি ,
অলস ,স্বার্থপর জনে ,
পায়না সুখ -শান্তি মনে ।


নিজে খাই ,নিজে পরি ,
কার কি হল দেখতে নারি ,
আত্মসুখে  মেটেনা সাধ ,
ক্রমে ক্রমে ঘটে পরমাদ ।


খায় সুখে নাই বিবেচনা ,
তার কপালে বহুৎ বিড়ম্বনা ।
কারো কষ্ট ভাবেনা মনে ,
রয় সুখে ,ভোগে ,দিনে দিনে ,
সে বিষ সবার চোখে ,
তার কপালে দুঃখ জোটে ।


একে পায় আরো চায় ,
তার সর্বনাশ কে আটকায় ,
যেজন ভাবে পরের কষ্ট ,
সে সবার হয় শ্রেষ্ঠ ।


সুখের আশ ,পরবাস,
সুখ হাসে ক্রূরহাস ,
অপেক্ষারত সর্বনাশ ,
ছাড় এবে সুখাভিলাষ ।  


⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙


রাত্রি -8:11 মিনিট ,
27 /11 /2018 মঙ্গলবার ,
কেরাণীটোলা - মেদিনীপুর ।