সুখ ছিল সাধ ছিল  আশা ছিল মনে ,
কি জানি হবে কি পূর্ণ এই ভবের জীবনে ।
কত সাধ কত আশা মনে মনে বাঁধে বাসা ,
জানিনা মিটিবে কিনা এ জনমের ভালোবাসা ।
একরাশ ভালোবাসা মনে মনে বাঁধে আশা ,
কোথা থেকে কি দুরাশা মনেতে জাগে হতাশা ।
স্মৃতি ছিলো ভাষা ছিলো আশা ছিলো মনে ,
জানিনা হবে কি পূরণ এ মানব মহা জীবনে ।
বহু পূণ্যের ফলে মোরা লভিয়াছি মণুষ্য জীবন ,
প্রাণ অন্তে শেষ হবে যাহা ভাবি হবে কি পূরণ ?
সুখের কুয়াশা যত ভীড় করে মনের বনে ,
জানিনা হবে কি পূরণ সে খবর কে বা জানে ।
সুখের শিয়রে বসি  রচিলাম সুখের বাসর ,
সুখ এলো সুখ গেলো হলোনা সুখের আসর ।
নন্দের  আনন্দালয়ে সুখ যে বিরাজ করে ,
পূতনা স্তনে বিষ মাখিয়ে পান করায় শ্রীকৃষ্ণেরে ।
সুখ দুঃখ দুই ভাই কারুর সাথে পিরীত নাই ,
তবুও একসাথে চলে কেউ কারুরে ছাড়ে নাই ।
মনের রঙ্গীন রঙে রচিলাম সুখের বাসর ঘর ,
সুখ তাই খেলে খেলা না জানে আপন পর ।
দুঃখ যবে দাঁড়ায় এসে শিয়রে সুখের সিথানে ,
সুখ করে পলায়ন না থাকে সেই দুঃখের স্থানে ।


****************************
রাত্রি -৮ :৪০ মিনিট ।
২২/০৮/২২ সোমবার।
কোলকাতা ।