পায়রারাই  সততই সুখের সময় থাকে  ,
অসময় এলেই তারা উড়ে যায় অনত্রে  ।
সুসময়ে  বন্ধুরাও এইরূপ হয় ,
সুখেতে দরদী  তারা ,অসময় এলেই ধরাছোঁয়া না দেয় ।
রক্তের সম্পর্ক নেই ,তাদের নেই দরদ ,
অসময় এলেই তারা চেনেনা বন্ধু বান্ধব  ।
জন্মদাতা সেও এইরূপ সুসময়ে থাকে ,
অসময় এলেই সংসার ছেড়ে অনত্রে থাকে সুখে ।
অসময়ে স্ত্রী,পুত্র ,কন্যা ,কাউকে সে চেনেনা ,
অসময় তাদের ফেলে অন্যত্রে গিয়ে করে  থানা ।
স্বারথপর ,মিথ্যাচারী ,আত্মসুখী ,যারা ,
সবার উপরে  মুখোশধারী এইরূপ তারা ।
নিজসুখ ভোগ লাগি করে অর্থ ব্যায় ,
সংসারের লাগি ব্যায় তার নিকট অপব্যায় ।
সংসারের লাগি অর্থব্যায় শুধু অপচয়  ,
নিজ সুখ ভোগ লাগি অর্থ তার সঞ্চয় ।
সংসারেতে অসুবিধা ,অসুখ ,কাজ কর্ম ,থাকে যখন ,
দায়িত্ব,কর্তব্য ,নাই ,নিজ  সুখ লাগি অনত্রে পালায়ন ।
এইরূপ স্বার্থপর  ,মিথ্যাবাদী , আত্মসুখী , যারা ,
নরাধম ,নরপশু ,পৃথিবীর বিভীষিকা তারা ।
সুখের  সময় তারা ততক্ষন সংসারে ,
অসময়ে পলায়ন করে সংসার ছেড়ে  ।
কাহারো বিপদে তাকে নাহি  দেখা যায়  ,
অথচ সম্পদকালে তাহাদেরই দুয়ারে লুটায় ।


      *******************
বেলা -৯ :৫৫ মিনিট ।
০৩ /০৩ ২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।