একা একা মোর শিয়রে
          কে জেগে রয় একলা ঘরে ,
সে যে আমার মা -    
         আমার জন্মদাতৃ মা ,
ত্রিভূবনে তাহার যে
          আর নেইকো তুলনা ।


স্নেহ কোমল হাত বুলায়ে
         যন্ত্রনা মোর দেয় মুছায়ে ,
মমতা সোহাগ চুমা দিয়ে -
           ক্লান্তি গ্লানি দেয় ঘুচায়ে ,
সে যে আমার মা -
            আমার মমতাময়ী মা ,
পৃথিবীতে তাহার যে
             আর নেইকো তুলনা  ।


মায়ের আঁচল তলে শুয়ে
          ঘুমাই কত শান্তি পেয়ে ,
মা যে আমায় আদর করে -
                ঘুম পাড়িয়ে দেয়  ,
মায়ের মতো কেউ কি আছে -
                      এই দুনিয়ায়  ।
সে যে আমার মা -
               আমার গর্ভধারিনী মা  ,
বিশ্ব মাঝে তার যে আর
                  নেইকো তুলনা  ।


মায়ের মুখের মধুর হাসি
              হার মানে যে  চন্দ্রশশী ,
মিষ্টি হাসি মায়ের আমার -
               ভুলিয়ে দেয় যত কষ্ট যন্ত্রণা  ।
সে যে  আমার মা -
         মায়ের মতো কাহারো আর  নেইকো তুলনা।  


মায়ের বুকে মাথা রেখে স্বর্গসুখ পাই
           মায়ের মতো চরাচরে আর যে কেউ নাই ।
মায়ের কথা বললে পরে -
                আর  যে  ফুরোয় না  ,
    সে  যে আমার মা -
              ধরা'পরে তার যে আর নেইকো তুলনা ।


হঠাৎ ঘুম ভেঙে দেখি
          শিয়র শুয়ে আমি একাকি ,
মা যে কোথায় হারিয়ে গেল -
                   আর খুঁজে না পাই  ।
এমন তরো স্বর্গসুখ কোথাও যে আর নাই ।
সে যে  আমার মা -
              পৃথিবীতে মায়ের কোন নেইকো তুলনা।


           🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷


সন্ধ্যা -৬ :১৫মিনিট।
১৭/১২/২০১৯ মঙ্গলবার।
কেরাণীটোলা = মেদিনীপুর ।