শূন্য হাতে এসেছি হেথা
             যাবো শূন্য  হাতে ,
এক এসেছি একই যাবো
             যাবেনা কেউ সাথে !


শূন্য হাতে এসেছিলাম
             করতে কিছু কাজ ,
সুকর্ম রয়ে যাবে
         এই ভবের মাঝ !


ভাঙা গড়ার খেলাঘরে
            খেলছি অবিরত ,
খেলা শেষে ফিরে যাবো
              সবাই আছি যত !


যে যেমন কর্ম করে
           ভবের খেলাঘরে ,
কৃত কর্মের কীর্তি থাকে
             ভবের মাঝারে !


জন্ম মৃত্যুর খেলা
          ভবে চলে অহরহ  ,
জন্মিলে মৃত হবে
            নেই কোনো সন্দেহ !


জীবন মৃত্যু পাশা পাশি
              হাঁটে  একসাথে ,
মৃত্যু তখনই আসে
              জনমের ক্ষনেতে !


********************
দুপুর - ১ :২০ মিনিট !
১৩ /০৬ /২২ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !