এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় ,
তবুও যাইতে হবে  নাহিক উপায় !
পৃথিবীর ফুল ,ফল ,জল ,হাওয়া ,কত সুন্দর ,
পাখীদের গান , আর নদীর কলতান ,কতনা মধুর !
মাটিতে জন্ম নিয়ে ,অন্ন ,জল খেয়ে ,জীবন ধরিলাম ,
মায়া,মোহে  বদ্ধ হয়ে ,জীবন জড়িয়ে কত জীবন কাটালাম !
এতো  সুর ,এতো গান ,এতো ভালবাসা ,
অজানাকে জানা ,অচেনাকে  চেনা ,এতো যে প্রত্যাশা !
এতো যাওয়া আসা ,এতো আনাগোনা  ,
এই পৃথিবীতে এতো কিছু কামনা বাসনা !
ভালো লাগে পৃথিবীর আকাশ ,বাতাস , ফল ,ফুল  ,
ভাল লাগে পাখীদের গান ,তটিনীর কুলকুল  !
ভাললাগে এ মাটির প্রাসাদ ,অতুল্য ,ঐশ্বর্য্য ,বৈভব ,
কত আনন্দে ,খেলা-ধূলায় ,কাটায়েছি সরল  শৈশব !
এতো আশা ,এতো ভাষা ,নিতী -নিত্য ভালবাসা ,
এতো শ্রদ্ধা ,এতো অপত্য  স্নেহ ,এতো কাঁদা ,হাসা !
এতো ভাললাগে মাঠ ,ঘাট ,পুষ্করিনী ,পথ ,প্রান্তর ,
খাল ,বিল ,নদী , নালা ,বন- বনান্তর !
সুন্দর মনোরম শৈল্য , শৈলচূড়া ,আর পর্বতমালা ,
ভাললাগে মাঠ হতে গরু নিয়ে ঘরে ফেরা রাখালের গোধূলি বেলা        !                     ভাললাগে পল্লীর প্রান্তরে , নিকষকালো নিশুতি রাত ,
ভাললাগে ফিঙ ফোটা জোছনা ,পূর্ণিমার রাত !
এতো সুন্দর ,এতো কিছু ছেড়ে চলে যেতে হবে ,
যাবার সময় হলে ,বাধা কিন্তু বাধা না মানিবে !


                   ***********


২১ /১০ /২০১১ ,শুক্রবার
সন্ধ্যা-৭:৩০ মিঃ ,প্রণামলজ ,মেদিনীপুর