রঙীন  রঙীন পাখনা মেলে প্রজাপতি যায় উড়ে ,
গঙ্গাফড়িং তিড়িং তিড়িং লাফায় সবুজ ঘাসের 'পরে ।


বুলবুলি ঐ ডানা মেলে দূর আকাশের ঐপারে ,
শালিকগুলো ঝগড়া করে চালের 'পরে রান্নাঘরে ।


ঝিলের জলে মাছের দলে আনন্দেতে করছে খেলা ,
দুরন্ত সব ছেলের দলে ঝিলের জলে মারছে ঢেলা ।


অস্তকালে রবির কিরণ গাঙ্গের জলে আবীর  খেলে ,
বৌ ঝিয়েরা কলসি কাঁখে জলকে চলে গাঙ্গের জলে ।


মাথার 'পরে গাঙ চিলেরা যাচ্ছে উড়ে সাগর পারে ,
গোঠের থেকে ফিরছে ধেনু গৃহস্থদের গোয়াল ঘরে ।


গৃহস্থবৌ  সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালে তুলসী তলায় ,
ছেলেরা সবে  ফিরছে ঘরে খেলা শেষে সন্ধ্যা বেলায় ।


সাঁঝের বেলা হিম যে পড়ে সবুজ ঘাসের ডগার 'পরে ,
হিমেল হাওয়া বইছে ধীরে লাগছে গায়ে শিরশিরে ।


     🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲


বেলা -১১:০৫ মিনিট ।
১৩/১১/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥