লাল পেড়ে শাড়ী পরে
              গলে আঁচল দিয়ে ,
ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায়
              প্রদীপ হাতে নিয়ে ।
প্রদীপ হাতে মা যখন
               আসেন ঠাকুর ঘরে ,
সন্ধ্যা বেলা  আঁচল গলে
             প্রদীপ খানি ধরে  ।
ধূপ দীপ ,শঙ্খ ধ্বনী ,
             দেন তুলসী তলে ,
মনে হয় মা লক্ষ্মী স্ব-শরীরে
                 ঠাকুর ঘরে এলে ।
মিষ্টি মধুর হাসি মায়ের ,
                 হার মানে চাঁদ যখন ,
আলতা পায়ে ,কপোলে সিঁদুর ,  
                  উদিত  ভানু যেমন ।
মায়ের মুখের মধুর হাসি
                  চাঁদ মেনেছে হার ,
মায়ের মতো এই ধরাতে
                   কে বা আছে আর ।
আমায় ছেড়ে মাযে আমার
                   কোথায় গেলেন চলে......
বলতে পারো কেউ কি আমায়
             মাকে আমি পাবো কোথায় গেলে ?
সবাই বলে মাযে তোমার
               ঐ আকাশে তারা হয়ে আছে ,
চোখ দু'টো মোর তারার মাঝে
               ঐ আকাশে মাকে সদাই খোঁজে ।


           😴😴😴😴😴😴😴😴😴
বিকেল -৪:৩৮ মিনিট ।
১২/১১/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।