মহুয়া ফুলে মৌ জমেছে
               পড়তে পরাগ মিলিয়ে গেছে ,
ভোমরা যত ধেয়ে যাছে
                সেই সে লালসায়  ।


তারি সাথে গুন গুনিয়ে
              মক্ষিকা যায় গান শুনিয়ে ,
সুবাস নিয়ে উড়ছে তারা
               সে দিক পানে ধায় ।


উছলে উঠে কলকে ফুলে
                মধু যে তার রয়না ,
গান শুনিয়ে যাছে সেথা
               ভিন দেশের ময়না ।


ভরছে আকাশ বইছে বাতাস
                 ঘ্রানে আসে মধুর সুবাস ,
আলোয় ভরে ভোরের আকাশ  
               ঝলমলিয়ে প্রভাত প্রকাশ ।


উড়ছে পাখী গাইছে গান
              ভোরের বাতাস করে আনচান ,
বেহাগ সুরে ধরেছে তান
             মধুর কণ্ঠে উঠে কলতান   ।


  *********************
দুপুর -- 12 :10  মিনিট  ।
24 /10 /21  রবিবার ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর  ।