ভোরের বেলায় জেগে শুনি প্রভাত পাখীর গান ,
কুহু কেকা কাকলীতে ধরেছে কলতান ।
মুক্তাকাশে উড়ছে তারা মুক্তডানা মেলে ,
উল্লাসেতে উড়ছে  তারা মধুর সকালে ।


মিষ্টি সুরে গাইছে তারা মিষ্টি মধুর গান ,
মিষ্টি মধুর কাকলীতে জুড়ায় মন প্রাণ  ।
ভোরের বাতাস মিষ্টি মধুর বড়ই ভালো লাগে ,
ভোরের আকাশ রাঙিয়ে দিলো পূবে অরুন রাগে ।


বলছে ডেকে ভোরের পাখী খোকা খুকু  জাগো ,
সূর্য্য রাঙা পূবের আকাশ ঐ রেঙেছে দেখো ।
নিশা অবসানে পূবে হাসলো দিবাকর ,
সোনার বরন তরুণ তপন দেখতে মনোহর ।


আকাশ নীলে সূয্যি  মামা ঝলক দিয়েছে ,
শ্যামল ক্ষেতে নূতন পাতা গজিয়ে উঠেছে  ।
পালিয়ে ছিলো ময়না টিয়ে ফিরে এসেছে ,
জেগে পড় খোকা খুকু আর না ঘুমাও রে  ।


শয্যা ছাড়ো উঠে পড় চলো মাঠে খেলতে যাই ,
অলস হয়ে কুঁড়ের মতো থেকোনা শুয়ে ভাই ।
ভোরের বেলা মুক্তবায়ু মুক্ত জীবানু ,
শরীর মন  থাকবে ভালো বাড়বে পরমায়ু  ।


  *********************
সকাল - ৬:00 টা ।
0৮ /0৪ / ২১ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।