পৌষমাসে শীতের কালে
             আমার সোনা এলো কোলে ,
সবাই তখন হেসে বলে
              দেখে সবার মন যে ভোলে ।


ফুট ফুটে হাসি মুখে
            মিটি মিটি চেয়ে দেখে ,
ঘরে যেন  বিজুরী চমকে
            সোনারে মোর ধরে বুকে ।


শীতের কালে জন্ম নিল
               আমার বুকের ধন ,
বুকে ধরে রাখি তারে
                 আমি সারাক্ষণ ।


আজকে আমার সোনামণি
                 মাথা উঁচু করলো মোর ,
আমেরিকায় পাড়ি দিল
                মায়ের দুঃখ করল দূর ।


আজকের এই শুভদিনে
              প্রভূ  সোনার সাথে থেকো ,
আশীর্বাদের হাতখানি
           প্রভু সোনার শিরোপরে রেখো ।


প্রতিদিনের  প্রতিক্ষণে
              থেকো তুমি সোনার সনে ,
এই মিনতি তোমার চরণে
             দেখো সোনারে অনুক্ষনে ।


       ****************
সকল - ৯ :১০ মিনিট !
১৫ /১২ / ২১ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !