পুরানো বৎসর শেষে ,
নূতন বছর এসো হেসে,
নাও সবে ভালোবেসে ।


এসো এসো শুভনববর্ষ,
ঘুচাও দুঃখ গ্লানি বিমর্ষ ,
সম্প্রীতিও শন্তির অভয়বানী
                     ব'য়ে হৃষ্ট ।


দূর হয়ে যাক রোগ শোক জ্বরা ,
মুছে যাক দুঃখ যত স্বজন হারা,
নিয়ে এসো সাথে আনন্দর ফোয়ারা ।


নববর্ষের ১৪২৯ এর আগমনে ,
হরষে ভরুক হৃদয় সবার শুভক্ষণে ,
আপন জন মিলুক আজ আপন জনে ।


নূতন বছর নিয়ে এসো নূতন সূর্য ,
আনন্দ দামামা বাজুক নূতন তুর্য ,
এসো প্রাণ ভরে দাও নবীন স্পর্শ।


শষ্য শ্যামলা হোক ধরিত্রী আনন্দে ,
নূতন বর্ষের আগমনে পৃথিবী ফিরুক ছন্দে ,
বিশ্ববাসী বাঁচুক নির্বিঘ্নে  পরমানন্দে ।


     *****************
রাত্রি - ১০ : ২০ মিনিট ।
১৪ /০৪ /২২ বৃহস্পতিবার ।
কোলকাতা ।
কবিতার আসরের সব কবিবন্ধুদের শুভনববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।