ফবচ্ছ আকাশ ,স্বচ্ছ বাতাস ,স্বচ্ছ কথা বলি ,
স্বচ্ছ ভাবে থাকি মোরা ,স্বস্তির নিঃশ্বাস ফেলি !
থাকি মোরা নুনে ভাতে ,তবুও সুখেতে ,
পরাধীনতায় থাকবনা আর  রাজ ভোগেতে !
স্বচ্ছন্দে ঘুরে বেড়াই ,মোদের  স্বাধীনতা  ,
সুন্দর বন্ধুত্ব মোদের ,মহৎ মানবিকতা !
মহৎ মনুষ্যত্ব মোদের , অন্তরেরি কথা ,
পরাধীনতাই  বুকে কষ্ট ,বলতে লাগে ব্যাথা !
দুঃখে মোদের জীবন ভরা ,দুঃখ গল্প গাথা ,
দুঃখ মোদের চলার সাথী ,নয়কো মিথ্যে কথা !
দুঃখেই  মোরা বাঁচি মরি ,দুঃখেই  জেগে রাতি ,
ভাঙ্গা ঘরে থাকি মোরা ,চাঁদের আলোই বাতি !
সুখের কথা বলতে গেলে দুঃখের কথা কই ,
যতই দুঃখে থাকি মোরা ,তবু স্বচ্ছ সুখে রই !

                ********


সকাল <৮:৩০ মিঃ > ,কলকাতা
  ০২.০৫.২০১৭ মঙ্গলবার !