আয়রে কৃষক ,আয়রে মজুর ,মুটে ,বুদ্ধিজীবি ভাই ,
গুণী ,মানী ,ছেলে ,বুড়ো ,ধনী ,দরিদ্র ,সবাই !
স্বচ্ছ ভারত গোড়বো মোরা হাতে হাত লাগাই ,
একসাথে মোরা দূষন মুক্ত ভারত গড়তে চাই !
স্বচ্ছ ভারত গড়বো মোদের ,এই যে হবে পন ,
জঞ্জাল মুক্ত হবে ভারত ,মুক্ত হবে দূষন !
হেথায় হোথায় ময়লা ফেললে হবে মশা মাছি ,
রোগ জীবানুয় ভরবে বাতাস ,ধরবে রোগ,কাসি !
বাড়ীর পাশে ,পথের ধারে ,আবর্জনা জমতে দেবনা !
হেথা-হোথা ,যেখানে -সেখানে ময়লা ফেলব না !
পথের পাশে ,ঝোপে-ঝোড়ে ,নোংরা করব  না ,
পুকুর ঘাটে ,নদীর জলে ,ময়লা ফেলব না !
বাজারে-হাটে ,পথের ধারে ,সৌচ করলে পরে ,
রোগ -অসুখে ভরবে যে দেশ ,দূষনে যাবে ভরে !
পুকুর ঘাটে ,পথের ধারে ,জঙ্গলে যথায় -তথায় ,
মল,মূত্র ,ত্যাগ ,সরকারের  তাই নয়া প্রকল্প সুলভ শৌচালয় !
প্রতি ঘরে ,হাট-বাজারে ,গড়ব মোরা শৌচালয় প্রকল্প ,
দূষন মূক্ত গড়ব ভারত ,এই মোদের সংকল্প !


                
                    *********
দূপুর -২:২৭ মিঃ ,ডেবরা
২৭ /০১ /২০১৭ ,শুক্রবার !