স্বাধীন আমি স্বাধীন তুমি স্বাধীন আমার দেশ ,
মাগো তোমার ধূলি অঙ্গে মেখে নেই যে সুখেরশেষ ।
তোমা'পরে জন্ম লভিয়ে  জীবন ধন্য  মানি ,
তাইতো আমার স্বদেশ ভূমি তোমায় আমি নমি ।
জন্ম লইয়ে তোমার বুকে বাস করি দুঃখে সুখে ,
ফসল ফলাই তোমার বুকে ফসল তুলি মনের সুখে ।
মাগো তুমি শৈশবেতে দিয়েছো তোমার কোল ,
কৈশরেতে নব কিশলয় দুরন্ত  কল্লোল ।
যৌবনেরি  উপবনে তোমার সম্মানে দিল যারা প্রাণ ,
বীর বিনয় বাদল দিনেশ কানাইলাল শহীদ ক্ষুদিরাম ।
জন্মভূমি স্বদেশ আমার তুমি যে আমার স্বপ্ন গো ,
তোমার 'পরে জন্মে আমার স্বপ্ন হয়েছে সফল গো ।


         *******************
সকাল - ১০ : ৪৫মিনিট ।
১৫ /০৮ / ২১ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।