স্বজনীয়া গো তুমি কোন সুরেতে বাজাও মোহন বাঁশী ,
বাঁশীর সুরে থাকতে নারি মন হলো উদাসী ।
থামাও তোমার মোহন বেনু গোঠেতে চরেনা ধেনু ,
শ্যামলী ধবলী ডাকে হাম্বা রবে কানু কানু  ।
যমুনাতে জলকে চলে গোপবালা গন ,
তুমি  তমাল ডালে বসে বাঁশী বাজাও তখন ।
হা-হরি ,হা-হরি ,বলে ডাকে যখন রাধা ,
তুমি তখন  বাঁশীতে ডাকো জয় শ্রীরাধা শ্রীরাধা ।
নন্দের নন্দন তুমি  যদুকুল  পতি ,


কখন যে কি মন তোমার কে বোঝে তোমার মতি ।
গোঠের রাখাল তুমি সখা রাখালিয়া ,
কোন সুরেতে বাজাও বাঁশী কেমন তোমার হিয়া ।
শ্রী মধুসূদন তুমি বিপদতারণ হরি ,
অন্তীমেতে চরণ ছায়ায় ঠাঁই দিও রাধাপ্যারী ।


  ❤ ❤ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤ ❤


রাত্রি -৯ :১৫ মিনিট ।
১৬ /০১ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।