বাংলার বীর হে মহান স্বামী বিবেকানন্দ ,
বিশ্বকে তুমি দেখাইলে পথ ,তব জীবনাদর্শ ।
বিশ্বনাথ দত্ত পিতা তব,ভূবনেশ্বরী মাতা ,
মাতা ছিলেন ধর্মপরায়ণা নারী ,পিতা দয়াশীল ,দাতা ।
কলকাতাতে শিমুলিয়া পল্লিতে জন্ম তোমার ১৮৬৩ সালে ,১২ ই জানুয়ারী ,
বাংলা ১২৬৯ সালে ২৯ শে পৌষ সোমবার মকর সংক্রান্তি ।
সকাল ৬ টা ৪৯ মিনিটে  জন্ম নিলে বিশ্বনাথ দত্তের ঘরে ,
হাইকোর্টের বিশিষ্ট উকিল তিনি ,উকলাতি করেন ।
পিতা দিলেন নাম তাঁর নরেন্দ্রনাথ দত্ত ,
বিরেশ্বর ডাক নাম তাঁর ,অতি বড় দুরন্ত ।
কাশীবিশ্বনাথের পূজো করে জন্মান তিনি ডাকে বিলে বলে ,
রাগে হিতাহিত জ্ঞান শূন্য ,ঠান্ডা হন  মাথায় জল ঢাললে ।
কাশ্মীর থেকে কন্যাকুমারী  হিন্দু ধর্মের সারতত্ব করেন প্রচার ।
মার্কিন যুক্তরাষ্ট্র ,ইংল্যান্ড ,ইউরোপের বিভিন্ন দেশে ,
বিশ্বধর্ম মহাসভায়  প্রতিনিধিত্ব করতে আসেন  ।
ঠাকু র রামকৃষ্ণ পরমহংসের নিকটে তিনি দীক্ষা নিলেন ,
"হে আমেরিকাবাসি ভাই ওবোনেরা "বলে সম্বোধিলেন ।
তিনি বলতেন "আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী " ।
সে যে আমার জন্মদাত্রী , গর্ভধারিণী ।
হিন্দু নব জাগরনের পথিকৃত ছিলেন স্বামী বিবেকানন্দ ,
হিন্দুদর্শনের মূল ধারনা  সারাবিশ্বে করেন অবহিত।
৩১ টি রোগে তিনি হন সংক্রামিত ,অর্দ্ধাহারে ,অনিদ্রায় ,
দেহ ভেঙ্গে পড়ে তাঁর,৩৯ বৎসরে ১৯০২সালে ৪ ই জুলাই মহাপ্রয়ান হয় ।
বীর সন্ন্যসী বিবেকানন্দ তোমায় জানাই প্রণাম ,
তুমিই মোদের জীবনাদর্শ , তুমিই দেশের  মান ।


                   *************


বেলা -১২:৩০ মিনিট ,
১২ /০১/২০১৯ শুক্রবার ।
কেরাণীটলা =মেদিনীপুর ।