কাকের কর্কশ রব বিষ লাগে কানে ,
কোকিল আনন্দ দানে ,সু-মধুর গানে !
সাপের স্বভাব যেমন দংশে বিষ ঢালে ,
সূঁচ জোড়া দেয় তাহা ,বাস ছেঁড়া হলে  !
উই আর ইঁদুরের  ব্যাবহার  যেরূপ ,
কাঠ কাটে ,দ্রব্য কাটে ,কাটে সবরূপ !
জগতে নিন্দুক ,পরশ্রী কাতর ,মানুষ আছে যত ,
ঠিক তারা উই আর ইঁদুরের মত !
চালুনীর শতছিদ্র ,আছে তা' প্রমাণ ,
অসৎ ,অধম , যারা ;তাদেরই সমান !
শকুনের দৃষ্টি হয় নিম্নগামী যেমন ,
চোরের স্বভাব তেমন পরস্ব হরণ !
ধরাধামে নরাধম খল আছে যত ,
তাদের স্বভাব ঠিক উহাদের মত !
উপকারীর উপকার করেনা স্বীকার ,
তাহারা  সমান হয় শূকরী বিষ্ঠার !


    
           *********
বেলা - ৯:৪৫ মিঃ ; ডেবরা ,
২১ /০৮ /২০১৭ ; সোমবার