বলাকা ও বলাকা নীলাকাশে মেলে পাখা ,
সারি সারি উডড়িতেছ যেন চন্দ্রকলা আঁকা !
উড়ে উড়ে কোন সুদূরে তেপান্তরে ,
যাচ্ছো যেন কোন অজানায় কোন কিনারে !
মেলে পাখা শ্বেত বলাকা সারি দিয়ে দিয়ে ,
দলে দলে যাচ্ছো উড়ে নীল আকাশের গায়ে !
মুক্ততারা ,স্বাধীন তারা ,বাঁধা বাঁধন হারা ,
উড়ে বেড়ায় নীলাকাশে যেন পাগল পারা !
নীলাকাশের গায়ে যেন শ্বেতাল্পনা আঁকা ,
মনের সুখে বেড়ায় উড়ে মেলে দিয়ে পাখা !
সাত সমুদ্দূর ,তের নদী পার হয়ে যায় ,
অচিন পুরে ,অজানা দেশের ,কোন সীমানায় !
মনে ওদের নেইকো দ্বন্দ্ব,নেই কোন ভয় ,
নেইকো হিংসা ,নেই কোন ক্ষোভ ,নেই কোন সংশয় !
ওদের চোখের কোনে স্বপ্ন আঁকা ,তাই ওরা মেলেছে পাখা ,
বিশ্বকে করবে যে জয় ,তাইতো ওদের স্বপ্ন দেখা !
জানিনা কোন গোপন মনের সুপ্ত হরষে ,
উঠল জেগে জিয়ন কাঠির আলতো পরশে !
তাইতো তারা দিচ্ছে পাড়ি আকাশ পানে ,
চলল উড়ে গভীর মনের গোপন টানে !


             **********
সন্ধ্য-৭:৫০ মিঃ ,কলকাতা !
২২ /১২ /২০১৭ ,শুক্রবার !