এসেছি এই ভবে
না জানি কবে যেতে হবে ,
ইচ্ছাময়ের  যখন ইচ্ছা হবে
তখনই চলে যেতে হবে ।


তিনি আদি তিনিই অন্ত
তিনি সৃষ্টি তিনিই ধ্বংস ,
সৃষ্টি করেন  দিবা রাত্র
সময় এলেই করেন মুক্ত ।


এই আছি এই নেই
তাঁর ইচ্ছাতেই আসি যাই ,
তাঁর ইচ্ছাতেই হাঁটি চলি
তাঁর ইচ্ছাতেই  কথা বলি ।


তাঁর ইচ্ছাতেই এলাম ভবে  
তাঁর ইচ্ছাতেই যেতে হবে  ,
যত বৈভব পরিজন সবে পড়ে রবে
সকল ছেড়ে চলে যেতে হবে ।


আমার আমার কর মিছে
এ সংসারে তোমার কিযে ,
সবই পড়ে  রবে পিছে
সঙ্গে কিছুই দেবে নাযে ।


****************
রাত্রি-  ৯ :১০ মিনিট  
২৭ /০১ /২১ বুধবার
রবীন্দ্রনগর = মেদিনীপুর