তপ্ত তপনে
দগ্ধে দহনে ,
ঘামছে যখন
ঘুরে মাথা ভনভন ।


ঠান্ডা পানি
আনছে কিনি ,
পানে যখনি
ধঢ়ে আসে জীবনি ।


রৌদ্র তাপে
পুড়ছে দাপে ,
ভূতল কাঁপে
প্রখর তাপে ।


চলছে  ছুটি
মজুর মুটি ,
গুমটিতে বসি
পান সাজে ক্লান্তি ।


ময়রা মুদি
চক্ষু মুদি ,
পাটায় বসি ,
ঢুলছে কসি ।


সব্জি বালা
বিছায়ে ডালা ,
সব্জি বেচে
শুকায় গলা ।


বাইরে রোদের
দাপট দেখি ,
হাটুরে সব
পালায় ছুটি ।


রোদের দাপট
মারছে চাপড়  ,
সব্জি কিনি তাড়াতাড়ি
ফিরিতেছে হুড়োহুড়ি ।


❇❇❇❇❇❇❇❇❇❇❇
দুপুর -১:৪০মিনিট ,
০১/০৬/২০১৯ শনিবার ।
কোলকাতা ।