এসো মা জননী দুর্গে দুর্গতি নাশিনী ,
এসো এসো ভব জায়া ,
সন্তানের ঘরে এসো কৃপা করে -
যোগেশ্বরী ,যোগমায়া !


তুমি মাগো দেবী ত্রি লোক পূজিতা ,
যত পাপ তাপ হর মা হরিতা ,
বিপদে তারো মা বিপদ তারিনী -
ত্রিজগতে শান্তি দাও ত্রিনয়নী !


জ্ঞান চক্ষু দিয়ে জ্বালো জ্ঞানের দীপ ,
মূঢ়জনে তুমি দেখাও জ্ঞানের প্রদীপ !
ঘর আলো করে এসো মা শারদা -
বর প্রদায়িনী ওগো মা বরদা !


সবুজ ফসলে মাঠ ভরে আছে ,
শিউলী ,টগরে ,গাছ ভরে গেছে ,
দোপাটী ,গাঁদাতে সাজালো পশরা -
নদী,দিঘী ,আছে জলে জলে ভরা !


দীঘি ,পুকুর জলে থৈ থৈ করে ,
শাপলা -শালুকে দীঘি গেছে ভরে ,
দোয়েল -কোয়েল ,ডাকে গাছে গাছে -
শেফালী ,মালতী লতায় কুঁড়ি ভরে গেছে  !


"মা" তুই আনন্দময়ী আয় মোদের ঘরে ,
মনোরমা উমা তোরে পাব বছর পরে !


                ********
বিকেল - ৫ঃ ৩৫ মিনিট ,
১৪/০৯/২০১৮ শুক্রবার ,
অলটেন - সুইজারল্যান্ড !