হৃদয় তন্রে ধ্বনিত হোক রামকৃষ্ণ সারদা নাম ,
অরুণ কান্তি রূপের ছটায় অশ্রুসিক্ত  করুক  প্রাণ ।
১৮৩৬ সালে ১৮ ই ফেবরুয়ারী হুগলী জেলায় -
কামারপুকুরে জন্ম নেন গদাধর চট্টোপাধ্যায় ।
পমাতা চন্দ্রমণি দেবী ,ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিতা তাঁর ,
গয়ায় ছিলেন যখন স্বপ্নাদেশ পান যে তাঁর ঘরে আসছেন
বিষ্ণু অবতার ।
মাতা শিবমন্দিরে পূজা করার সময় দেখেন যে তাঁর -
গর্ভে এক জ্যোতি প্রবেশ করে ।তিনিই হলেন গদাধর ।
তিনিই রামকৃষ্ণ পরমহংস দেব অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ,
দক্ষিনেশ্বরে মা ভবতারিণীর পূজক ছিলেন একনিষ্ঠ ।
তিনি ছিলেন দার্শনিক অর্থাৎ তিনি পেয়েছিলেন ঈশ্বরকে ,
ঈশ্বরের অবতার ও বলা হয় তাঁকে ।
তাঁর আদর্শে বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন তৈরী হয় ,
বিশ্বে প্রায় দুইশতরও বেশী রামকৃষ্ণ মঠ বা মিশন হয় বিভিন্ন জায়গায় ।
মঠ বা মিশন তৈরী হয় ভারতে ,অ্যামেরিকা ,রাশিয়া ও বাংলাদেশে ,
এছাড়াও মিশন বা মঠ গড়ে উঠে আরও ছোট ছোট দেশে ।
মহাপুরুষ তথা যুগাবতারের মুখনিঃসৃত বানী মানব সমাজকে সঠিক পথ দেখায় ,
তাঁর বানী মানুষকে ঐশ্বরীক পথের আলো দেখায় ।


                ⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫


বিকাল--৫:৪৬ মিনিট ,
১৮/০২/২০১৯ সোমবার ।
কেরানিটোলা= মেদিনীপুর ।