তীব্র দহন দাহে প্রাণ আই ঢাই ,
বৈশাখের প্রখর তেজ বিন্দু বৃষ্টি নেই ¡
পাখ-পক্ষী সবে পিপাসায় কাতর ,
জল নেই যেন এক মরুপ্রান্তর ¡


নিদ নেই ,শয্যাতে জাগি নিশি ভোর হয়  ,
ক্ষুধা তৃষ্ণা নেই ,যেন উবেছে কোথায় ¡
রৌদ্র দগ্ধ ,ক্লান্ত দেহ ,ধুঁকছে কুকুর ,
ছায়া পেলে যায় ছুটে ভরা রোদ্দূর ¡


ক্লান্ত পথিক সবে ,ঝলসানো মুখ ,
তৃষ্ণায় বুক ফাটে প্রাণ ছটফট  ¡
বারি যাচিছে সবে চাতকের ন্যায় ,
কখনো আসিছে ঝড় মৃত্যুর পরোয়ানায় ¡


ভ্যাপসা অসহ্য  দাহে যায় যায় প্রাণ ,
গরমে তিষ্ঠিতে নারি প্রাণ আনচান ¡
জীবন মরুতে যেন উঠিয়াছে ঝড় ,
কোনখানে নেই বৃষ্টি ,ঘর্মাক্ত কলেবর ¡


ঝাঁ ঝাঁ রোদ্দূরে চোখ ঝলসায় ,
এই বৃষ্টি নামে বুঝি এইঝড় বয় ¡
তীব্র দহন দাহ ,সহি তে না পারি ,
সুস্থ জীবন যেন ,অসহ্য ভারী ¡


          ********
বেলা-১১:৫৫ মিনিট ,
১০ /০৫ /২০১৮ বৃহস্পতিবার ¡
        ডেবরা ¡