তিতলি  রানী এলো ধেয়ে মন খারাপ সবার ,
পূজোর সময় তিতলি কেন এলো যে আবার !


সবার মনে আনন্দের ভাটা পড়ে যায় ,
কচি কাচা আদি সবাই ভাবে বসে হায় !


ঝড় বৃষ্টি মাথায় করে তিতলি রানী আসে ,
প্যান্ডেলবালার মাথায় হাত ,ভাবে বসে বসে !


এই সময়ে এলে কেন গাঙ্গেয় উপকূলে ,
পূজো ,প্যান্ডেল ,যাবে ভেসে ,হারাব দুকূলে  !


নূতন জামা,কাপড় ,জুতো ,সবই হোল বৃথা ,
ঝড় বৃষ্ষি ,দাপিয়ে আসে বেরোব আর কোথা !


তিতলি রানী তিতলি রানী তুমি বড় খুনসুটি ,
পূজোর আনন্দ করছো মাটি , বড়ই হিংসুটি  !


অন্ধকার ঘনিয়ে আসে ,আকাশের মুখ ভার ,
তিতলি কবে ফিরে যাবে ,ঘুচবে অন্ধকার !


এসো না আর তিতলি রানী যাও গো এবার ফিরে ,
নূতন জামা ,কাপড় ,দেব ,ঘুরে বেড়াবে পরে !


               ××××××××××××××
বেলা -- ৪:০৫ মিনিট ,
১৩/১০/২০১৮ শুক্রবার ,
মেদিনীপুর (কেরাণীটোলা )