সবুজ বনের সবুজ টিয়া ,
কেনরে তোর অবুঝ হিয়া ,
মন বিদরি যাস উড়িয়া ,
কোন সুদূরে পাড়ি দিয়া ।


আয়রে আয় আয়রে ফিরে ,
রাখবো তোরে যতন করে ,
মনের মতো সাজাবো রে ,
করবো আদর হৃদয় ভরে ।


তোর কথাতে মন যে ভরে ,
ঘরেতে মন রয়না ওরে ,
তোর সাথেতে যায় যে উড়ে ,
খুঁজি তোরে চারিধারে  ।


দুষ্টু বনের মিষ্টি টিয়ে ,
যাস কেনরে দাগা দিয়ে ,
আয়রে আয় আয়রে ফিরে ,
রাখবো তোরে বুকে ধরে ।


লাল ঠোঁটেতে বলবি কথা ,
ভুলবো আমি মনের ব্যাথা  ,
"জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ" কথা ,
এই নামে রটবে বারতা ।


টিয়ে আমার মিষ্টি টিয়ে ,
তুই নিলি হৃদয় কাড়িয়ে ,
আর যাসনা রে তুই দাগা দিয়ে ,
আয়রে আয় আয়রে ফিরে ।


  🍀🍀🍀🍀🌹🍀🍀🍀
বেলা - ১১ : ১৫ মিনিট !
১৭ /০১ /২২ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !