তাড়াতাডী় উঠে পড় খোকা খুকু চোখ খোলো ,
তপন উঠিল পূবে আলো ঝলমল ¡
তৃষ্ণায় কাতর হয়ে মধু আহরনে ,
ত্বরিতে চলিল অলি ,গুঞ্জরিয়া ফুলেরি বনে ¡


তরতর উঠে রবি ,বেলা দ্বিপ্রহর ,
তৈরী হয়ে খেতে এস ,খাবারের ঘর ¡
তুষার ঝড় ,বৃষ্টিপাত ,ঢাকে দিনমণি ,
তিমির ঘনাল যেন, আঁধার হইল ধরনী ¡


তবলায় বোল তুলে ধিতাঙ্ ,ধিতাঙ্ ,
তানপুরায় তুলে সুর ঝানান্ ,ঝানান্  ¡
তিমি মাছ নদী জলে জলকেলি করে,
তিস্তা নদীর জল বহিতেছে জোরে ¡


তরুণেরা মেতেছে ,খেলার মাঠেতে খেলায় ,
তাবড় তাবড় সবে ভয়েতে পালায় ¡
তাহারাই সবে ,বাংলার ভূত ভবিষ্যত ,
তুড়িমেরে  উড়ায় তারা ,মহাজ্ঞানী সব ¡


তুলিয়া ধর সবে বাংলার ভূত ভবিষ্যত ,
তা নাহলে লয় হবে ,ক্ষয় হবে সব ¡
তালা বন্ধ করে দাও অন্যায় অত্যাচার ,
তবেতো আসিবে ফিরে ,বাংলায় শান্তি সুখাগার ¡


                    **********


সকাল -৯:৪০ মিনিট ,
০৪ /০৪ /২০১৮ বুধবার ,
          ডেবরা