আজকে 'রবি'র জন্মদিনে
           শ্রদ্ধা জানাই  গানে গানে ,
আছো তুমি কাব্যে গানে  
            মনে মনে রঙীন শ্রদ্ধা গানে।


তোমার সুরে তোমার গানে
            ডাকে তোমায় জন্মদিনে  ,
জেগে আছো সবার মনে
              সুরে তালে  ছন্দে তানে ।


গঙ্গাজলে গঙ্গা পূজা
            তুমি গুরু কবির রাজা ,
কাব্যে গানে তোমায় খোঁজা
              ছড়ায় গল্পে পাই যে মজা ।


চিন্তায় ,হৃদে ,ধর্মে ,কর্মে ,
            আছো তুমি সকল মর্মে  ,
জ্ঞানে মানবতা ধর্মে
        আছো সহজ সরল শিশুর বর্মে ।


জন্ম ,প্রনয় ,দেহ অবসানে
        বিরাজিছ তুমি সকল স্থানে ,
প্রেম ,বিরহ ,আনন্দ ,বিনোদনে ,
          জাগাও চেতনা তব অবদানে ।


আনন্দ ,বিনোদনে আছো
             আছো  সবার মনে প্রাণে ,
শয়নে স্বপনে আছো
              আছো নিশি জাগরনে ।


কতই বর্নিব কবি
            তোমার সর্ব মহিমা ,
তোমার অবদানের কবি
                তুমিই যে তুলনা ।


     ********************
সকাল - ১০ :৪৬ মিনিট।
১১ /০৫ /২১ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।