বেলা বারোটা দশ মিনিটে বাইশে শ্রাবণ দ্বিপ্রহরেতে ,
জোড়াশাঁকোর ঠাকুরবাড়িতে অমৃতলোকে "রবি" হলো অস্তমিতে ।
বাঙালীর মনে প্রাণে আজো জেগে আছো হে অমর কবি ,
কখনো হবেনা অস্ত ভারতের  মহান কবি রবি।
অমৃতধামে রয়েছো হে কবি তবুও নেভেনি আলো ,
বাঙলার দিকপাল যে তুমি জগৎ রয়েছে ঔজ্জ্বল্য ।
সঙ্গীত থেকে উপন্যাস সবই রচেছো তুমি ,
তাইতো আমরা সবে গর্বিত মোদের ভারতভূমি ।
তুমি কবি তাই লিখেছিলে গানে  গানে ,
সেই সুর তব ঝংকারে আজো সবার প্রাণে ।
"যেদিন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে ....
  আমি বাইবোনা আর খেয়া তরী এই ঘাটে গো..।"
তার পায়ের চিহ্ন আজও পড়ে আছে বাঙলার মাটিতে ,
সেই খেয়া তরী বেয়ে চলে সবে আজও গান ও সুরেতে ।
আঠাত্তোর তম প্রয়ান দিবসে কবি তোমায় জানাই প্রনাম ,
বাঙলা ও বাঙালীর গর্ব  তুমি কবি " রবি " সুমহান ।


       ********************
বেলা - ১১ : ১০ মিনিট ॥
০৭ / ০৮ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।