টলটল করে জল পদ্ম পাতায় ,
টান মেরে ফেল ছুঁড়ে নোংরা আবর্জয় ¡
টুংটাং সুর  তোলে জলতরঙ্গে ওই ,
টানা টানা চোখে সুরমা মানায় ভালই ¡
টলমল পায়ে সোনা হাঁটে পা পা ,
টেঁ টেঁ গাছে গাছে ডাকে টেঁটি পোকা ¡
টেনে টেনে নিয়ে যায় ওই টানা রিক্সায় ,
টকাটক মারে ঢিল ভীমরুলের চাকায় ¡
টগবগ টগবগ এক্কাগাড়ী ছুটে চলেছে ,
টাকডুম টাকডুম তালে ,মাদল বাজায় কে ¡
টুকটাক যত কাজ সেরে ফেলনা ,
টোল ট্যাক্স রাস্তার কেটে নাওনা ¡
টুনটুনি লাফ দেয় গাছের উপরে ,
টিয়াপাখী উড়ে যায় কেউ পাছে ধরে ¡
টিকটিকি হেঁটে যায় দেওয়ালে আলনায় ,
টিকটিক বলে ঘড়ি ,আর সময় নষ্ট নয় ¡
টনটন করে ফোঁড়া ,যন্ত্রনায় কাতরায় ,
টাঁইটাঁই গলা ছেড়ে দাদু গান গায় ¡
টৈ টৈ ঘুরে বেড়ায় উঠোনে ঠানদি ,
টোল পড়ে হাসিলে ,সোনামণিটি ¡
টুলটুল,ফুলগুলি গাছ থেকে তোলে ,
টুকটুক ,আলতো পায়ে সাথে চলে ¡
টুকিটাকি খোলে ঝাঁপ দোকানে সবাই ,
টেমক দেখিয়ে টুরী ,দোকানেতে যায় ¡


              ¥¥¥¥¥¥¥¥¥¥
                  ¥¥¥¥¥¥
                      ¥¥
                       ¥


সকাল -৮:১৫ মিনিট ,
০৮ /০৪ /২০১৮ রবিবার ,
              ডেবরা ¡