ওরে উজবুক তুই না চিনিস আপন পর ,
ঘরকে করিস পর আর পরকে করিস ঘর ।
এই দুনিয়াটা তুই চিনবিরে কখন ,
পর কোনদিনও তোর হবেনা আপন  ।
মাথায় নেইকো ছেঁদো বুদ্ধি টুকুও তোর  ?
সব কিছু হারিয়ে তুই হয়েছিস স্বর্থপর ।
যতক্ষন আনন্দ তুই আনন্দে থাকিস ঘরে ,
ফুরোলো যেই আনন্দ উৎসব তেমনি
                          পালাস ঘর ছেড়ে ।
ঘরে ফিরে আসিস যখন রোগ অসুখ ধরে ,
সুস্থ হয়ে গেলে ওমনি আবার পালাস বাইরে ।
তোর না আছে মান না আছে লাজ ,
যেন কোটিপতি ভড়ং  , দেখাস মেজাজ ।
যখন তখন ঢুকিস গিয়ে এর ওর ঘর বাড়ী ,
তাড়া খেয়ে পালাস তোর একি বাহাদুরি  ?
কারুর কাছে নিস যখন এতো ভালো হয়না বুঝি কেউ ,
দেবার সময় নেই পাত্তা কেউ পায়না টিকিটাও ।
এইমত কত উজবুকই না আছে এ সংসারে  ,
সংসারের সুখ পরিহরি ঘুরে দ্বারে দ্বারে  ।
মহামূর্খ যারা তারা এমনি উজবুকই হয়  ,
সংসার সুখ ছেড়ে তারা পথে পথেই রয় ।
মনে হয় তাদের নিকট এটাই স্বর্গ সুখ ,
সংসার সুখ হতে তারা তাই এতো বৈমুখ ।


  *********************
রাত্রি _৯:৫৫ মিনিট ।
২২/০৫/২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।