নিঝুম নিস্তব্ধ দুপুর চারিদিক খাঁ খাঁ রদ্দুর ,
পাখীরা নীরব ,গাছেরা স্তব্ধ , শাখায় পাতা নড়েনা ।
পথ ঘাট জনশূন্য গাড়ীর  ঘরঘর আওয়াজ  নেই ,
নেই কোন পোঁ পোঁ ভোঁ ভোঁ শব্দ ,আছে শুধু
নির্জনতা কোলাহল শূন্য রাস্তার দুপাশ ধরে
বড় বড় বাড়ী ,জনহীন নগরী যেন এক দৈত্যপুরী ।
জানালার পাশে বসে দেখি একি ভয়াবহ দৃশ্য !
ব্যালকনিতে বেরিয়ে গাছগুলোকে আদর করতে যাই,
তারাও যেন অভিমানে মুখ ফিরিয়ে নেয় । বলে-
সারা পৃথিবী বীজানুতে ছেয়ে গেছে ,আমায় স্পর্শ কোরনা ।
একি দুঃসময় ইচ্ছা থাকলেও উপায় নেই ,
সবাই যেন প্রহসন করছে ,উপহাস করছে ।
ফুল ফুটতে ভুলে গেছে ,শিশুরা হাসতে ভুলে গেছে ,
বদ্ধ গৃহে তারা বন্দী ,প্রকৃতিকে ভুলে যাচ্ছে  ।
সবুজ বনানী যেন ফিকে হয়ে গেছে ,
সূর্যের তীব্র তেজ দহন করে চলেছে ।
চাঁদ আর হাসে না ,তারাদের মিছিল নেই আকাশে ,
পাখীরা স্বাধীনভাবে আর অন্তরীক্ষে উড়েনা ।
থমকে গেছে  বসুন্ধরা , পৃথিবীর রঙ পাল্টে গেছে ,
পৃথিবী আজ বিবর্ন ।


       ******************
বিকাল - ৩: ৫০ মিনিট ।
০৮ /০৪ ২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।