মাগো তুমি কেমন আছো ? খেয়েছো সকাল বেলা ?
কার লাগি করছো এতো ব্রত উপোস মেলা ?
যাদের জন্য খাটছো এতো তুমি তাদের বোঝা ,
করছো এতো রাঁধা বাড়া এতো ঝাড়া পোঁছা  ?
যাদের জন্য এতো কাজ করছো সবই সোজা ,
কাজের শেষে তারাই তোমায় দেবে কথার খোঁচা ।
ওরা তোমায় 'যন্ত্র 'ভাবে তাইতো বলে রোজ ,
'এটা কর ওটা কর' বলেই খালাস আর নেয়না খোঁজ ।
শরীর যখন চলবেনা আর কেউ খোঁজ নেবেনা এসে ,
তখন তুমি থাকবে একাই একলা ঘরে  বসে ।
সবার জন্যে এতো করেও কিইবা শেষে পেলে ?
কারুর কিছুই  যায় আসেনা তুমি চলে গেলে ।
অনেক কথা হলো এখন একটা কথা বোঝ ,
যে কটা দিন আছো এখন নিজের মতো বাঁচো ।


      ☀☀☀☀☀☀☀☀☀☀☀
বিকাল - ৩ :৫০ মিনিট ।
০৯ /০৭ /২১ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।