ভবঘুরে ঘুরে মরে ,
লোভ লালসার তরে।
লজ্জা সম্মান নেই অন্তরে ,
এবাড়ী ওবাড়ী খাবে ঘুরে ।


দিয়ে আত্মসম্মান জলাঞ্জলী ,
ব্যাক্তি মর্য্যাদা সব ভুলি ।
লোকনিন্দা অস্তিত্ব অবহেলি ,
খাব খাব করেই জীবন কাটালি ।


অনাহুত হয়ে হেথা হোথা গেলি ,
ধন্য তোর ইতরামির বলিহারি ।
কালে কালে সব কিছুই খোয়ালি ,
ঘটে নেই আদৌ বুদ্ধি খামখেয়ালি ।


সুখ স্বছন্দ সকল কিছুই ছেড়ে ,
তিলার্দ্ধ বুদ্ধিও নেই তোর ঘটেরে ।
ভাবলি করলি তুই খুব বাহাদুরি ওরে ,
শ্বাপদের মত খাবার দেখে লালা ঝরে ।


হ্যাঙ্গলা ঘুরে দ্বারে দ্বারে ,
কেউ তারে না গ্রাহ্য করে ।
ভালো ভালো খাবার তরে ,
সবে ঘৃণা তাচ্ছিল্য করে তারে ।


ধন্য ধন্য তোর খাবার লালসা ,
ঘুরে ঘুরে  খাবি ক'দিন ভরসা ।
ঘরে পুনঃ ঘরে আসার নেই আশা ,
বাইরে বাইরেই কেমন থাকিস খাসা ।


××××××××××××××××××××××××××
রাত্রি - ৭ :১৫ মিনিট ।
০২ / ১১ /২২  বুধবার ।
কোলকাতা ।