ভূবনমনমোহিনী তুমি ,
ভূমন্ডলের 'মা' জননী ¡
ভূমিতে জনম মাগো ,
ভুলিনি মাগো তোমায় ভুলিনি ¡


ভক্ত প্রহ্লাদে তুমি রক্ষ ভগবান ,
ভক্তের ভগবান তুমি বলে সর্বজন ¡
ভিক্ষারী সাজিলে ভোলা ভার্য্যা সকাশে ,
ভিক্ষা করিলে ভবেশ অন্নপূর্না পাশে ¡


ভ্রমর ভ্রমরি যেথা করিছে গুঞ্জন ,
ভূবন সৌরভে ভরে সদা অনুক্ষন ¡
ভজ কৃষ্ণ ,জপ কৃষ্ণ ,কৃষ্ণ কর সার ,
ভবেতে কৃষ্ণ ছাড়া কিবা আছে আর ¡


ভারতে যা' আছে ,তা' নাই ভূ -ভারতে ,
ভক্তেরে ছলিতে হরি অবতীর্ন ধরাতে ¡
ভক্তবাঞ্ছা কল্পতরু ,শ্রীভক্তবৎসল ,
ভৈরব রূপে তুমি কাঁপাও মহীতল ¡
ভূমিকাঁপাও ধরিয়ে ভৈরব রূপ ,
ভূমিকা তোমার ,বোঝা যায়না স্বরূপ ¡


ভব ভয় হর প্রভু ,অবতীর্ন ধরায় ,
ভবের জ্বালা জুড়াও,ভাবাবেশে মজাও ¡
ভবার্নবে জ্বালা সহিতে নারি আর ,
ভূজঙ্গ রূপ ধরে,কৃষ্ণে যমুনা কর পার ¡


ভাঙ্গ অহংকার তুমি ,অবুঝ মানবের ,
ভেদাভেদ দূর কর মনের সবাকার ¡
ভাঙাও মনের যত ভূল ও বিকার ,
ভরাও মানবের হৃদয় ; মনুষত্ব ,বিচার ¡


         ********
সন্ধ্যা-৫:১০ মিনিট ,
৩০ /০৪/ ২০১৮ সোমবার ,
               ডেবরা ¡